প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার ভোরে মারা যান তিনি। মৃত্যুকালে মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে রেখে গেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুকুল বোসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ‘আমরা দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।