চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। শনিবার ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উক্ত মামলার পরিপ্রেক্ষিতে এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য গেটম্যান সাদ্দাম হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। একইসাথে দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। তাদেরকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেল ক্রসিংয়ে ধাক্কার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার হেচড়ে নেয় ট্রেন। মৃত্যু হয় এসএসসি পরীক্ষার্থীসহ ১১ জনের। এ ঘটনায় আহত ৭ জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকেরা।
হতাহতরা সবাই চট্টগ্রামের হাটহাজারীর একটি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। পরীক্ষার আগে খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন তারা