বরিশাল প্রতিনিধি : বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের কাঠেরপুল এলাকায় মিনিবাস চাপায় ট্রলিচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করে বাসটি জব্দ করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ট্রলির চালক, একজন চালকের সহকারী ও অপরজন তাদের সঙ্গে ছিলেন। দুর্ঘটনায় ট্রলিচালক ঘটনাস্থলেই নিহত হন। আহত সহকারী ও অপর ব্যক্তিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়। তিনজনের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।