ডেস্ক : বলিউডের রুপের রানী ছিলেন শ্রীদেবী। তার সুযোগ্য কন্যা জাহ্নবী কাপুর। রূপ-লাবণ্যে মায়ের ছাপ পেয়েছেন। আবার পেশা হিসেবেও বেছে নিয়েছেন অভিনয়। এখন জাহ্নবী হিন্দি সিনেমার তরুণ তারকা। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয় জাহ্নবী। ইনস্টাগ্রামে তার অনুসারী সাড়ে ১৫ মিলিয়ন। আকর্ষণীয় সব ছবি-ভিডিও পোস্ট করে মাতিয়ে রাখেন সেই অনুসারীদের। আরও একবার নিজের রূপের আগুনে ভক্তদের হৃদয় পুড়িয়ে দিলেন অভিনেত্রী। রোববার আবেদনময়ী ভঙ্গিমায় তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন জাহ্নবী। তার পরনে সাদা ক্রপ টপ আর তাকিয়েছেন মা শ্রীদেবীর মতো গভীর ও মায়াবী চোখে।
ব্যাস, এতেই কুপোকাত ভক্তরা। রাতারাতি ছবিগুলো ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। ইনস্টাগ্রামেই হাজার হাজার মন্তব্য তো রয়েছেই।
বলিউডের তরুণ নায়িকাদের মধ্যে অনেকখানি এগিয়ে জাহ্নবী কাপুর। ইতোমধ্যে একাধিক আলোচিত ও সফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে যেমন দক্ষতার ছাপ ফেলছেন, আবার শরীরী আবেদনেও মাতিয়ে যাচ্ছেন দর্শকদের।
নানা প্রাপ্তি আর প্রশংসার ভিড়ে বিতর্কেও জড়িয়েছে জাহ্নবীর নাম। ভারতের বহুল আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সখ্য ছিল বলে জানা যায়। ২০০ কোটি রুপির প্রতারণায় জড়িত সুকেশ নাকি জাহ্নবীকে ১৮ লাখ রুপির উপহার দিয়েছিলেন। যদিও বিষয়টি এখনো ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তের আওতায় রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।