Wednesday , March 29 2023
প্রচ্ছদ / সারাদেশ / ডাকা‌তির প্রস্তু‌তিকা‌লে কাফরু‌লে গ্রেপ্তার ৪

ডাকা‌তির প্রস্তু‌তিকা‌লে কাফরু‌লে গ্রেপ্তার ৪

ডেস্ক : রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হ‌লেন- তানভীর, সাজিদ আহমেদ রাসেল, আফসার হোসেন বাবু ও এনজেল স্যামুয়েল কস্তা।

বুধবার দিবাগত রাত দেড়টায় পূর্ব শেওড়াপাড়ার মাজেদা ফার্নিচারের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি খাকি রংয়ের ডিবি লেখা জ্যাকেট, একটি হ্যান্ডক্যাপ, একটি ওয়াকিটকি, একটি চাকু, একটি চাপাতি ও ৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, বুধবার মধ্যরাতে খবর আসে পূর্ব শেওড়াপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার কুইক রেসপন্স টিম (কিউআরটি) ওই এলাকায় অভিযান চা‌লায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেপ্তার করা হয়।