প্রতিবেদক : লাভজনক নয় বলে রেলপথ বন্ধ করতে চেয়েছিল বিএনপি-জামায়াত সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নতুন তিন রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন নতুন রেলপথ নির্মাণ করছে। ১৪২টি ট্রেন চালু করা হয়েছে। ভারতের সঙ্গে যেসব রেলপথ বন্ধ করা হয়েছিল সেসব রেলপথও চালু হচ্ছে। সারাদেশে যোগাযোগের জন্য নতুন নতুন রেলপথ তৈরি হচ্ছে
