১০ ওভার শেষে সমারসেট যখন ১ উইকেটে ৩০ রান সংগ্রহ করে, তখন সাকিবকে বোলিংয়ে আনেন সারে অধিনায়ক ররি বার্নস। নিজের প্রথম স্পেলে ১০ ও পরবর্তী স্পেলে টানা ১৮ ওভার বোলিং করেন সাকিব। দুই স্পেল মিলিয়ে তিনি ২৮ ওভারে ৭ মেডেনসহ ৭৯ রান দিয়ে টম অ্যাবেলের (৪৯) উইকেট নেন।
সমারসেটের ইনিংসের ৮৬তম ওভারে নিজের তৃতীয় স্পেলে ফেরেন সাকিব। এই স্পেলে ৫.৫ ওভার বোলিং করে ৩টি উইকেট নেন তিনি। ৯০তম ওভারে জোড়া আঘাতে তিনি বিদায় করেন কেসি অলড্রিজ ও ক্রেগ ওভারটনকে। ৯৬তম ওভারের পঞ্চম বলে সাকিব এলবিডব্লুর ফাঁদে ফেলেন ব্রেট র্যান্ডেলকে। আর তাতে অলআউট হয় সমারসেট।
সারের হয়ে প্রথম দিনের সেরা বোলার সাকিবই। এছাড়া ৩ উইকেট নিয়েছেন পেসার ড্যানিয়েল ওরেল। সমারসেটের বড় সংগ্রহের প্রধান নায়ক ব্যান্টনকে বিদায় করেন ওরেল। ব্যান্টনের ব্যাট থেকে আসে ১৩২ রানের দারুণ এক ইনিংস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।