বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি দেশের জনগণের জন্য রাজনীতি করে। আমরা রাজপথে থাকি। আমরা মানুষের পাশে দাঁড়াই। বিগত দশকের পর দশক মান্না সাহেবের রজনীতি ছিল দেশের জনগণের জন্য। তিনি নিজেই জনগণের জন্য রাজপথে দাঁড়িয়েছেন। তাকে বিভিন্ন সময়ে অন্যায় ও জুলুমের শিকার হয়েছিলেন। তাকে সেসময় সুচিকিৎসাও দেওয়া হয়নি।
চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। বেগম খালেদা জিয়াকেও সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। আমাদের কথা পরিষ্কার- শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল। তারা কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সংগ্রামে আমরাও রাজপথে ছিলাম। মান্না সাহেবও ছিলেন। আমরা চাই মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিতে হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দেখতে হাসপাতালে যান। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।