সকল মেনু

পানিবন্দি মুম্বাইয়ের বিমানবন্দর, ৪ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই। মহারাষ্ট্র রাজ্যের এ শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ পানিবন্দি হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা। এতে মারা গেছে ৪ জন।

বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে কমলেও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্যোগ আপাতত কয়েক দিন চলবে। এদিকে আন্ধেরিতে পানিবন্দি রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক নারীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top