সকল মেনু

সাড়া ফেলেছে রিয়েল আশিকের ‘আর জ্বালাইও না’

বিনোদন প্রতিবেদক : নতুন গান নিয়ে এসে বাজিমাত করলেন সংগীতপরিচালক ও কন্ঠশিল্পী রিয়েল আশিক ৷ গানটির কথা লিখেছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ ৷ সুর-সংগীত করেছেন রিয়েল আশিক নিজেই ৷ গানটি রিলিজ হওয়ার দুই সপ্তাহের মাথায় ৫ লাখ ভিউ অতিক্রম করেছে ৷ শুধু তাই নয়, টিকটকেও ইতিমধ্যে গানটি ট্রেনডিং-এ রয়েছে ৷ গানটি প্রকাশ হয়েছে আরথ্রি ইউটিউব চ্যানেলে ৷এ ব্যাপারে রিয়েল আশিক বলেন, গানটির

কথাগুলো অসাধারণ ৷ অনেক ভালো লিখেছেন সানি আজাদ ভাই ৷ গানটি প্রকাশের পর এত ভালোবাসা পেয়েছি তা সত্যিই অনেক আনন্দের  ৷ গানটি নিয়ে আমি আরো আশাবাদী ৷

উল্লেখ্য, গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছন শুভ্র মেহরাজ ৷ তিনি গানটিতে মডেলিং ও করেছেন ৷ সাথে ছিলেন মডেল আনজুমান মেহজাবীন ৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top