সকল মেনু

অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

  1. সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক সরকারি আশ্র‍য়কেন্দ্রে আগুন লেগেছে। এতে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

কীভাবে এমন কিছু ঘটেছে তা জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

ওসি এনামুল হক বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top