থাইল্যান্ডে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুলবাস আগুন লেগে পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো অজানা।
মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানী ব্যাংককের উপকণ্ঠে এ ঘটনা ঘটে। বাসটিতে ৪৪ শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। তারা উথাই থানি প্রদেশ থেকে আয়ুথায়া এবং ননথাবুরি প্রদেশে একটি স্কুল ভ্রমণে যাচ্ছিলেন। পথে বাসটি আগুন লেগে পুড়ে যায়। পরিবহনমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুংকিত ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তার পাশে বাসটি পুড়ছে। আগুনের তীব্রতায় তাৎক্ষণিক তা নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে ঠিক কতজনকে মৃত ঘোষণা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। এ প্রতিবেদন লেখার সময় রয়টার্স ও স্কাই নিউজকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অন্তত ২৫ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানায়।
কর্তপক্ষ জানায়, বাসের চালক বেঁচে আছেন বলে তারা নিশ্চিত হয়েছেন, কিন্তু তিনি পলাতক। তাকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন। এদিকে দুর্ঘটনার কারণে সড়কে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা এক্স-এ এক পোস্ট করেছেন। তাতে তিনি সমবেদনা জানিয়ে লেখেন, সরকার চিকিৎসার খরচ বহন করবে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।