সকল মেনু

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৪ অক্টোবর) ভোররাতে মহাসড়কের কালিহাতী লিংক রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নান্নু খান বলেন, জামালপুরগামী একটি বাস কালিহাতী লিংক রোড অতিক্রম করার সময় বিপরীত থেকে আসা ফার্নিচার ভর্তির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top