রাজধানীর বনশ্রীতে চালু হল দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ এর নতুন আউটলেট। বনশ্রী সি ব্লকের চার নাম্বার রোডের এই আউটলেট উদ্বোধন করলেন জনপ্রিয় কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩ অক্টোবর হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়।
হারল্যান স্টোর ইতোমধ্যে দেশব্যাপী মানুষের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে। সারা দেশে হারল্যান স্টোরের চাহিদার প্রেক্ষিতে ক্রমান্বয়ে দিন দিন বেড়েই চলছে আউটলেটের সংখ্যা। বনশ্রী এলাকায় এই আউটলেট ছাড়াও রয়েছে আরো দুটি আউটলেট। অর্থাৎ এটি বনশ্রী এলাকায় হারল্যান স্টোরের তৃতীয় আউটলেট। তবে অন্য দুটি আউটলেট হতে বনশ্রী সি ব্লকের আউটলেটটি একটু স্বতন্ত্র। কেননা আয়তন ও পরিষেবার দিক থেকে এটি বনশ্রী অন্য দুটি হারল্যান স্টোরের চাইতে বড়। নতুন এই আউটলেটটিকে বলা হচ্ছে হারল্যান জোন। মনোরম সাঁজে সজ্জিত এই আউটলেটটি এখন পর্যন্ত বাংলাদেশের শতাধিক আউটলেটের মধ্যে সবচাইতে অভিজাত সাঁজে সাজানো হয়েছে। নির্মাণ কারুকাজ ও ডিজাইনের নান্দনিকতায়ও বনশ্রী সি ব্লকের হারল্যান স্টোর বাংলাদেশের অন্য সকল হারল্যান স্টোর আউটলেট থেকে অনন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম বলেন, দেশব্যাপী হারল্যান স্টোর বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আউটলেটগুলোতে বিভিন্ন রেঞ্জের বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার এবং হোমকেয়ার পণ্য এক ছাঁদের নিচে পাওয়ার কারণে উচ্ছ্বসিত ক্রেতারাও। ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।