লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল দুঃস্থ মানবতার সেবার অঙ্গনে সর্বজন বিদিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যার সেবা- কার্যক্রম ১৯১৭ সালে আন্তর্জাতিক লায়ন্স ক্লাব গঠনের পর হতে চলমান রয়েছে এবং তবে প্রতিষ্ঠানটি প্রতিবছর অক্টোবর মাসে বিশ্বের প্রায় সব দেশেই বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় লায়ন্স জেলা ৩১৫এ২, বাংলাদেশ-এর মাননীয় জেলা গভর্নর ১লা অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত সময়কে সেবা পক্ষ ঘোষণা করেন। জেলা গভর্নরের আহবানে সাড়া দিয়ে অত্র জেলার ১০৪টি লায়ন্স ক্লাবস ১লা অক্টোবর হতে দেশের অসহায়, দুস্থ ও মানবতার কল্যানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, ডায়েবেটিস পরীক্ষা, ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা-মশারী বিতরণ, স্বাস্থ্য সেবা, ব্লাড ডোনেশন, এতিমখানায় খাদ্য বিতরন, অসহায় স্কুল শিক্ষার্থীদের পাঠ্য উপকরন প্রদান, বৃক্ষরোপণ, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা, ভ্যান ও রিক্সা বিতরণ, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, ব্লাড ডোনেশন, সেমিনারসহ নানামুখি অনেক জনহিতকর কার্যক্রম আরম্ভ করাসহ একটি র্যালীর আয়োজন উক্ত কার্যক্রমের অন্তর্ভূক্ত থাকে।
অক্টোবর সেবা পক্ষকে প্রধান্য দিয়ে লায়ন্সদের সেবা কার্যক্রমে উৎসাহ যোগানের লক্ষ্যে অদ্য ৫ই অক্টোবর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠ থেকে লায়ন্স ভবন, আগারগাও পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে ।
র্যালেিত জেলা-৩১৫এ২ এর আওতাধীন ঢাকাস্থ সকল লায়ন্স ক্লাবের সদস্যগণ বর্ণিল সাজে এবং বিভিন্ন সেবা সংশ্লিষ্ট প্লেকার্ড প্রদর্শনপূর্বক স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন। বর্ণাঢ্য র্যালীর শুভ উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ। অত্র সময়ে সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোঃ বশির উল্লাহ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ ও ২য় ভাইস জেলা গভর্নর লায়ন লায়নহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহমেদ, কেবিনেট ট্রেজারার লায়ন ইফতেখার আহমেদ (পুলক), র্যালী কমিটির চেয়ারপার্সন লায়ন পারভিন আক্তার এমজেএফ, গ্যাট এরিয়া লিডার, কাউন্সিল চেয়ারপার্সন, পিডিজি ফোরামের চেয়ারপার্সন, মাল্টিপল জেলাধীন বিভিন্ন জেলার ডিজি টিম, প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ, জেলা কেবিনেটের সদস্যবৃন্দ, লিও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে কাঙ্খিত র্যালীকে প্রাণবন্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।