সকল মেনু

টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

প্রায় ২৪ ঘণ্টা আগেই চূড়ান্ত ছিল আসবে টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ঘোষণা। আসবেন কী না এটা নিয়ে ছিল সংশয়। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাড়তে থাকে অপেক্ষমান সাংবাদিকদের উৎকণ্ঠা।

শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ কক্ষে এলেন, ঘোষণা দেন অবসরের। ঘোষণার সঙ্গে সঙ্গে মাইক বিভ্রাট দেখা দেয়, ঘোষণার মাঝে ঘটে বিলম্ব। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে মাহমুদউল্লাহ নিজের অবসরের ঘোষণা দিয়ে জানান ভারত সফরের আগে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন।

‘হ্যাঁ আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সিরিজের শেষ ম্যাচ খেলে। আসলে এখানে (ভারতে) আসার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ এবং অধিনায়কের সঙ্গেও কথা হয়েছে। আমি বোর্ড সভাপতিকেও জানিয়েছি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি ৷

এটা সঠিক সময় এই ফরম্যাট থেকে সরে যাওয়ার। শুধুমাত্র আমার নয়, দলের জন্যও সঠিক সময়। সামনের বিশ্বকাপ চিন্তা করলে এখনই সঠিক সময় এগিয়ে যাওয়ার’ -আরও যোগ করেন মাহমুদউল্লাহ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top