পিরোজপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুই পরিবারের আটজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে সদর উপজেলার নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার খোলআচার পাড়ায়। নিহত মোতালেবের এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
এ ছাড়া, অপর চারজন হলেন—শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম ও তাদের দুই ছেলে আবদুল্লা (৩) ও শাহাদাৎ (১০)। এই চারজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।