সকল মেনু

সাহিত্যে নোবেল পেলেন হান কাং

চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন  দক্ষিণ কোরিয়ার লেখক হান কাংক। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রয়েল সুইডিশ অ্যাকাডেমি সম্মানজনক এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে।

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, হান কাংকের ‘তীব্র কাব্যিক গদ্য ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয় এবং মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে।’

এতে আরো বলা হয়েছে, ‘তার রচনায়, হান কাং ঐতিহাসিক আঘাত এবং নিয়মের অদৃশ্য দৃশ্যপটের মুখোমুখি হন এবং তার প্রতিটি কাজে মানব জীবনের ভঙ্গুরতা প্রকাশ করেন। দেহ ও আত্মা, জীবিত ও মৃতের মধ্যে সংযোগ সম্পর্কে তার একটি অনন্য সচেতনতা রয়েছে এবং তার কাব্যিক ও পরীক্ষামূলক শৈলী সমসাময়িক গদ্যের একটি উদ্ভাবক হয়ে উঠেছে।

পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন এই লেখক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top