সকল মেনু

পূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ। এর আগে, গতকাল রাতে এই ঘটনায় মামলা হয়। তবে তাৎক্ষণিক গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top