সকল মেনু

বাসার সামনে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বপন ভদ্র (৫৫) নামে এক স্থানীয় সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি হয়। ঘটনার পর  অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। তিনি ময়মনসিংহ থেকে অনেক আগে প্রকাশিত একটি পত্রিকায় সাংবাদিকতা করতেন।

ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। আজ সকালে সাগরসহ তিনজন স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। এসময় সাগর স্বপন ভদ্রের হাতে কোপ দেন। স্বপন ভদ্র জীবন বাঁচাতে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি পড়ে যান। পরে সাগর স্বপন ভদ্রের ঘাড়ে কোপ দেন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্বপন ভদ্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপন ভদ্রকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top