সকল মেনু

ভারতে খেলার আমন্ত্রণ পেল মোহামেডান

ভারতের প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কলকাতার আইএফএ শিল্ডে এবারও খেলার আমন্ত্রণ পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত বছর কিংস এবং মোহামেডানকে এই আসরে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচি থাকার কারণে কোনো দলই অংশ নিতে পারেনি সেই টুর্নামেন্টে।

এবার ঘরোয় ফুটবল শুরুর তারিখ পিছিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে চলে যাওয়ায় সুবিধাই হয়েছে সাদা কালোদের। আয়োজকদের সঙ্গে সব শর্ত মিললে ৯-২১ নভেম্বর অনুষ্ঠেয় কলকাতার এই আসরে অংশ নেবে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ক্লাবের সদস্য এবং খরচ বহন নিয়ে চলছে আলোচনা।

মোহামেডানের ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। এবার সাদা-কালো শিবিররা খেললে তারাই হবে আসরের একমাত্র বিদেশি দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top