নেশন্স লিগে জয়ের ধারায় ছুটে চলছে পর্তুগাল। একের পর এক জয় তুলে টানা তিন ম্যাচে অপরাজেয় রইলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এবার তারা ৩-১ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। দলের জয়ে একটি করে গোল করেছেন রোনালদো ও বার্নার্দো সিলভা। অন্য গোলটি আত্মঘাতী।
শনিবার (১২ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে পর্তুগাল। একের পর এক আক্রমণ করে পোল্যান্ডের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখা পর্তুগাল এগিয়ে যায় ম্যাচের ২৬তম মিনিটে। ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির তারকা সিলভা।
গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে পর্তুগাল দ্বিতীয় গোলটি আদায় করে নেয় প্রথম গোলের ১০ মিনিট বাদেই। ৩৭তম মিনিটে দলকে উল্লাসে ভাসান রোনালদো। মাঝমাঠে একজনের চ্যালেঞ্জ সামলে বল নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শট নেন রাফায়েল লেয়াওয়ে। বল পোস্টে লেগে চলে আসে রোনালদোর সামনে। বাকি কাজটা অনায়াসে সারেন পর্তুগিজ দলপতি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।