প্রকাশ : অক্টোবর ১৪, ২০২৪ , ৯:০৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
উত্তর গাজায় ড্রোন দিয়ে ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত পাঁচ শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন শাতি শরণার্থী শিবিরের একটি ক্যাফের কাছে খেলতে থাকা শিশুদের ওপর গুলি ছোড়ে। হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, আল-ফালুজা এলাকায় পৃথক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী গত ১০ দিন ধরে উত্তর গাজায় নতুন করে আক্রমণ করছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১৪, ২০২৪ , ৯:০৭ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।