সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ আবারো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। এবার তিনি গেয়েছেন ‘পজিটিভ ঢাকা’ শিরোনামের একটি থিম সং। এই গানটি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় এবং মানবতার কল্যাণে সবার এগিয়ে আসার জন্য উৎসাহ দেয়।
‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সমাজসেবার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে থাকে। গানটির মাধ্যমে সংগঠনটি তাদের সমাজসেবা কার্যক্রমকে আরো প্রশংসনীয়ভাবে তুলে ধরছে। গানের কথাগুলো লিখেছেন গীতিকবি নীহার আহমেদ, সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক। গানটির তত্বাবধানে রয়েছে ‘সানি আজাদ বিডি’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘সময়কণ্ঠ’।
গান সম্পর্কে সানি আজাদ বলেন, জনসচেতনতায় কাজ করায় আনন্দ পাই। ‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সবসময় মানুষের কল্যাণে কাজ করে । অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যাওয়া থেকে শুরু সৃষ্টির সেবায় এমন অনেক কাজেই হাত বাড়ান পজিটিভ ঢাকা । এবার সেই পজিটিভ ঢাকা-এর থিম সং গাইলাম । সত্যিই এটা ভালো লাগার।
উল্লেখ্য, এর আগে সানি আজাদ পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’-এর থিম সং ‘সবুজ আন্দোলন’ এবং ক্যান্সার সচেতনতার গান ‘ক্যান্সার’ গেয়েছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।