ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদহ অভিমুখী গ্রীন পরিবহন ও ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন ২৭ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।