সকল মেনু

এইচএসসির ফল প্রকাশ আজ

চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার। ফল প্রকাশে আগের মতো কোনো আনুষ্ঠানিকতা থাকছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১১টায় স্ব স্ব বোর্ড চেয়ারম্যান তাদের দপ্তরে বসে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের ফল জানতে পারবেন।

তবে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব বোর্ডের ফলাফলের একটি সারসংক্ষেপ তৈরি করা হবে। যা গণমাধ্যম কর্মীদের সরবরাহ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top