ভারতে জাতীয় দলের খেলা না থাকলে ক্রিকেটারদের জন্য ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেই পথে হাটতে যাচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বাধ্যতামূলক করার কথা ভাবছে ক্রিকেট বোর্ড।
আগামীকাল শনিবার থেকে পর্দা উঠতে যাচ্ছে ২৬তম জাতীয় ক্রিকেট লিগের। তার আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এমন ভাবনার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তার মতে এটাই হওয়া উচিত জাতীয় দলে ডাক পাওয়ার একমাত্র বেঞ্চমার্ক।
‘না এটা (অংশগ্রহণ) খুব জরুরি। যারা অ্যাভেইলেবল থাকবে তাদের শুধু খেলাটাকে কম্পিটিটিভ করার জন্য না, তাদেরও টাচে থাকা দরকার। সে জন্য দরকার এবং খেলাটাকে প্রতিযোগিতামূলক করার জন্যও দরকার। এনসিএলকে যদি আমরা গুরুত্ব দেই, ওটাকে যদি আমরা যদি বেঞ্চমার্ক হিসেবে ধরি সিলেকশনের ব্যাপারে, তখন মনে হয় সবাই কিছুটা হলেও বাধ্য হবে এখানে আসতে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।