নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উৎসব দত্ত ও শফিকুল ইসলাম। তারা বাসের যাত্রী ছিলেন। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাস রেজুর মোর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।