সকল মেনু

মনি কিশোরের সাথে একটি সুখ স্মৃতি

বলাবাহুল্য আজ খুব মনে পড়ছে ১৯৯৩ সালে শিল্পী মনি কিশোরের সাথে একটি সুখ স্মৃতি। সেসময় দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের সাথে একজন উদীয়মান কন্ঠশিল্পী হিসেবে একই মঞ্চে (কনসার্টে)গান গাইবার সৌভাগ্য হয়েছিল আমার।

বিনোদন জগতের অন্যতম তারকা হানিফ সংকেতের উপস্থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন আই.সি. এম.এ ভবনে অনুষ্ঠিত উদয়ন যুব সংসদ কর্তৃক “দু:স্থ ও আর্তমানবতার সেবায়” আয়োজিত ঐ কনসার্টে অংশ নিয়েছিলেন সেসময়ে বের হওয়া গানের আ্যালবামের ক’জন তারকাশিল্পী।

তাদের মধ্যে কুমার বিশ্বজিৎ (যেখনে সীমান্ত তোমার),দিলরুবা খান (পাগল মন),মনি কিশোর (বন্ধু কি শুনাইলা নিশি রাইতে), সৈকত দাস (চড়াইয়া পিরিতের গাছে) এবং আমি রেজাউল হাসান মতিন (হেলেন ভেংগেছে ট্রয়)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top