সকল মেনু

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলা, নিহত ৭

ভারতের জম্মু ও কাশ্মিরের গান্দেরবাল জেলায় সন্ত্রাসী হামলায় ছয় নির্মাণ শ্রমিক ও একজন চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার গান্দেরবাল জেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্যাম্পে এলোপাতাড়ি গুলি চালায় অন্তত দুজন সন্ত্রাসী। এতে ছয়জন শ্রমিক ও একজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন। আহত ও মৃত শ্রমিকরা একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন।

জম্মু ও কাশ্মিরের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এখনও এ হামলায় দায় স্বীকার করেনি কেউ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মিরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দ্রুত হামলাকারীদের খুজে বের করার নির্দেশ দেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এ বছর গান্দেরবাল ও বুদগাম এলাকা থেকে জিতে জম্মু ও কাশ্মিরের বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন ওমর আবদুল্লাহ। তারই এলাকায় এই হামলার ঘটনা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top