কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের ব্লক ১০৪ এর আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুর্বৃত্ত প্রবেশ করে ওই ব্লকে অস্থায়ীভাবে বসবাসরত আহমদ হোসেন ও তার পরিবারের ওপর গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহতাবস্থায় আসমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।