ফের মা হতে যাচ্ছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। কুক ম্যারোনি ও জেনিফার দম্পতির এটি দ্বিতীয় সন্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভোগ-কে এ তথ্য নিশ্চিত করেছেন জেনিফার লরেন্সের মুখপাত্র।
ভোগ ম্যাগাজিন জানিয়েছে, ১৯ অক্টোবর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডিনারের জন্য বের হন ৩৪ বছর বয়সি জেনিফার লরেন্স। সাদা টি-শার্টের সঙ্গে সুয়েটার পরেছিলেন জেনিফার। পোশাকের উপর দিয়ে তার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়।
২০১৮ সালের জুনে জেনিফার লরেন্সের কাছের বন্ধু লরার মাধ্যমে পরিচয় হয় কুকের সঙ্গে। একই বছর প্রেমে পড়েন এই জুটি। কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে আড়ালে রাখেন জেনিফার লরেন্স। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন এই যুগল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।