সকল মেনু

ঘূর্ণিঝড় ‘ট্রামি’ আতঙ্কে কাঁপছে ফিলিপাইন, স্কুল বন্ধ ঘোষণা

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ট্রামি’ আতঙ্কে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। চলতি বছর ফিলিপাইনে ১১তম গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে যাচ্ছে ‘ট্রামি’।

ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তার কর্মকর্তাদের সব ধরনের আগ্রাম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্সের।

ফিলিপাইনের আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা পাগ-আসা সকাল ১১টার বুলেটিনে ঘূর্ণিঝড় ট্রামি অরোরা প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর কাসিগুরান থেকে ২০০ কিলোমিটার (১২৪) দূরে অবস্থান করছে বলে জানিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে।

প্রেসিডেন্ট মার্কোস সরকারি সংস্থাগুলোকে বৃষ্টিপাতের পরিমাণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে ও জনগণের জন্য  প্রয়োজনীয় পূর্বাভাস দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভূমিতে আঘাত হানার আগেই, ট্রামির প্রভাবে গতকাল মঙ্গলবার লুজোন, ভিসায়াস ও আলবে প্রদেশে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি অনেক বাড়ির ছাদের মতো উচ্চতায় পৌঁছে যাওয়া বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

আলবে প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সেড্রিক ডেপ রয়টার্সকে বলেন, ‘আমরা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় দুই মাসের মতো বৃষ্টিপাত পেয়েছি।’

সিভিল ডিফেন্স অফিস বলেছে, মাসবাত প্রদেশের পালানাস শহরে ভূমিধসে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো পাঁচজন আহত ও সাতজন নিখোঁজ বলে জানা গেছে।

আবহাওয়া সংস্থা পাগ-আসা উপকূলীয় শহরগুলোতে শক্তিশালী বাতাস, ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক আজ বুধবার মুদ্রা লেনদেন ও আর্থিক কার্যক্রম স্থগিত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top