সকল মেনু

অবশেষে আজ রামপুরায় দাফন হচ্ছে মনি কিশোরের লাশ

সকল জটিলতা কাটিয়ে অবেশেষে কন্ঠশিল্পী মনি কিশোরের দাফন হচ্ছে। রামপুরাস্থ (বনশ্রী) একটি কবরস্থানে আজ তার দাফন সম্পন্ন হবে। দুপুরে থানায় দুই পরিবারের সম্মতিক্রমে মুসলিম শরিয়াহ অনুযায়ী দাফনের সিধান্ত হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশটি হস্তান্তর করা হচ্ছে গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের কাছে। তবে এখনো জানাযা’র সঠিক সময় নির্ধারণ করা হয়নি।

২৪ অক্টোবর দুপুরে কন্ঠশিল্পী খালেদ মুন্না সময়কন্ঠকে বলেন- আইনি জটিলতার কারনেই এই কয়দিন মরদেহটি হস্থান্তর করেননি পুলিশ। মনি কিশোর দাদাকে নিয়ে সকল ঝামেলা মিটে গেছে। দুই পরিবারের সাথেও কথা হয়েছে। মুসলিম শরিয়াহ অনুযায়ী দাদা’র লাশ দাফন হবে। আমরা এখন দাদা’র লাশ দাফনের প্রন্তুতি নিচ্ছি। আজকেই দাফন হবে। তবে জানাযা’র সময়টা আমরা বিকালের দিকে জানাতে পারবো।

উল্লেখ্য- রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় গায়ক মনি কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ‘কী ছিলে আমার বলো না তুমি’ এর মত বেশ কিছু জনপ্রিয় গানের এ শিল্পী রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবনের পেছনের একটি বাসায় একাই বসবাস করতেন। গত রোববার রাত ১০টার দিকে মনি কিশোরের লাশ সেই বাসা থেকে উদ্ধার করেন রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top