সকল মেনু

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।

চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশীর আলী খান বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় স্বাভাবিক সময়ের মতো চাঁদপুর থেকে ছোট-বড় সব লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

যাত্রীরা বলছেন, লঞ্চ চলাচল সাময়িক বন্ধের খবরে চিন্তায় পড়েছিলাম। এখন অনুমতি দেওয়ায় ভালো লাগছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top