সকল মেনু

চটেছেন আলিয়া

আলিয়া ভাটের বলিউড যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় মাধ্যমে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে এ পর্যন্ত এসেছেন এ নায়িকা। সময়ের পরিক্রমায় আলিয়ার চেহারাতেও পরিবর্তন এসেছে। এখন তিনি হলিউডেও বিচরণ করছেন। সম্প্রতি প্যারিসে একটি ফ্যাশন শোয়ের অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাক পরে হাঁটার জন্য ১০ কেজি ওজন কমিয়েছেন আলিয়া। তেমনি তিনি কখনো চরিত্রের প্রয়োজনে সামান্য ওজন বাড়িয়েছেন। শোবিজ তারকাদের জীবনে এটি কোনো নতুন ঘটনা নয়। কিন্তু চেহারার পরিবর্তনের জন্য বিতর্কের মুখে পড়েছেন আলিয়া ভাট।

অস্ত্রোপচারের মাধ্যমে আলিয়া ভাট গালের অতিরিক্ত চর্বি কমিয়েছেন এমনটা শোনা যাচ্ছে কখনো কখনো। কেউ বা আবার এমনও বলছেন নাকে অস্ত্রোপচার করিয়েছেন এ নায়িকা। শুধু তাই নয়, অস্ত্রোপচার করতে গিয়ে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন- কোনো কোনো সূত্র এ তথ্যও দিচ্ছে। এ কারণে নাকি কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়। এবার আলিয়া এ কথা শুনে ভীষণ রেগে গেছেন। কড়া ভাষায় সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top