সকল মেনু

বিদ্যা বালানের গানের ভিডিও ভাইরাল

সামনে দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া তিন’। এটি ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। আর এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও সময়ের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি। এ ছাড়া ‘ভুল ভুলাইয়া তিন’ সিনেমায় বিশেষ আকর্ষণ হিসেবে একই ফ্রেমে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। ছবিতে ‘আমি যে তোমার’-এ গানে নাচতে দেখা যাবে তাদের।

সম্প্রতি ছবি মুক্তির প্রচারে এই আইটেম গানের সঙ্গে নাচতে দেখা যায় মাধুরী ও বিদ্যাকে। এদিকে নাচ করার সময় মঞ্চে পড়ে যান অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু তাতে বিন্দুমাত্র নজর না দিয়ে নাচের তালে বিষয়টি এড়িয়ে যান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top