সকল মেনু

আবারও বিয়ে করেছেন মডেল সুজানা

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেত্রী। এখন তিনি পর্দানশীন হওয়ায় অভিনয়ে ফেরার সম্ভাবনা নেই। ধর্ম কর্মে মন দিয়েছেন, এখন ধর্ম নিয়েই ব্যস্ত এক সময়ের ব্যস্ত এই অভিনেত্রী। সুজানা জাফর বছরের বেশিভাগ সময়ই বিদেশে কাটান। ইদানিং তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও থাকেন। অবশ্য, সুজানা বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক।

নতুন খবর হচ্ছে, চুপিসারে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন সুজানা জাফর। পাত্রের নাম জায়াদ সাইফ। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কেকের উপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’। ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকেও দেখা যায়। ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার উত্তরও দিয়েছেন অভিনেত্রী। সুজানার স্বামীর পরিচয় জানা যায়নি। ভিডিও থেকে ধারণা করা হচ্ছে জায়াদ দুবাইয়ের শেখ। এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top