দেশের বাজারে বিআরটিএ অনুমোদনপ্রাপ্ত প্রথম ইলেকট্রিক বাইক ওয়ালটনের তাকিওন। প্রতিষ্ঠানটি এবার নিয়ে এসেছে ১২০ কিমি পর্যন্ত রেঞ্জ এর নতুন ইলেকট্রিক বাইক তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার)।
তাকিওন ব্র্যান্ডের এই ই-বাইকটি একবার ফুল চার্জে ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। প্রতি কিমিতে এই বাইকে খরচ হবে মাত্র ১৫ পয়সা।
লাল, ধুসর ও নীল এই তিনটি আকর্ষণীয় রঙে তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) ইলেকট্রিক বাইকটি পাওয়া যাচ্ছে দেশের সকল ওয়ালটন প্লাজায়। এর দাম ১৪৯,৫০০ টাকা।
উল্লেখ্য, স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সাশ্রয়ী যান হিসেবে ইলেকট্রিক বাইক এখন গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ওয়ালটনের তাকিওন ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ইতোমধ্যেই বাজারে ব্যাপক সাড়া ফেলেছে এবং বাইকপ্রেমীদের কাছে নির্ভরযোগ্য ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। ক্রেতাদের অব্যাহত চাহিদার কথা মাথায় রেখে অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) মডেলের ইলেকট্রিক বাইকটি বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। এই ইলেকট্রিক বাইকটির রক্ষণাবেক্ষণ খরচ কম এবং সহজে যে কেউ এটি চালাতে পারে।
তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে তাকিওন লিও, তাকিওন ১.০০ (২৬ এম্পিয়ার-আওয়ার) মডেলের ইলেকট্রিক বাইক। দেশের সব ওয়ালটন প্লাজা থেকে সহজ কিস্তিতেও তাকিওন ব্র্যান্ডের সকল ইলেকট্রিক বাইক ক্রয়ের সুযোগ রয়েছে। তাকিওন বাইকে গ্রাহকরা ২ বছর পর্যন্ত পার্টস ওয়ারেন্টি সেবা পাচ্ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।