সকল মেনু

সব জল্পনার অবসান, রদ্রির হাতে ব্যালন ডি’অর

২০২৪ ব্যালন ডি’র স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ মঞ্চে এসে তার নাম ঘোষণা করেন।

অনুষ্ঠান শুরুর আগে কালো স্যুট, বোট বো-টাইয়ের রদ্রি এলেন ক্রাচে ভর করে। গত মাসে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন তিনি। তবে তাকে কি, তাকে যে আসতেই হবে। তিনি এলেন, আগেই বাতাসে ভাসছিল তিনিই জিততে যাচ্ছেন এবারের ব্যালন ডি’অর। অবশেষে হলোও তাই। প্রেমিকা লরার সামনেই উঁচিয়ে ধরলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। 
 
গত মৌসুমে স্পেনের হয়ে জিতেছেন ইউরো। তারপর ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। মৌসুমজুড়েই ছিল তার অসাধারণ পারফরম্যান্স। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top