সকল মেনু

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা বাপ্পা মজুমদার

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের জন্ম দিলেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার স্ত্রী অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া হোসাইন।  (২৮ অক্টোবর) ঢাকার পান্থপথের একটি হাসপাতালে দ্বিতীয় কন্যার জন্ম দেন এই দম্পতি। সুসংবাদটি বাপ্পা মজুমদার নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এক বার্তায় বাপ্পা বলেন, “এটা সত্যিই একটি অবর্ণনীয় আনন্দের অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের মেয়ে এবং মেয়ের মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই। মা–মেয়ে দুজনেই সুস্থ আছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং তানিয়া দম্পতি গাঁটছড়া বেঁধেছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে এই দম্পতি প্রথম বাবা-মা হন। দীর্ঘ পাঁচ বছর পর ঘর আলো করে বেবি আসায় পরিবারের মধ্যে চলছে খুশির জোয়ার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top