সকল মেনু

৯০ হাজার জনকে ব্লক করেছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী

আজেবাজে মেসেজ পাঠানোর দায়ে প্রায় ৯০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকে ব্লক করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।

‘রং চটা জিন্সের প্যান্ট পরা’খ্যাত গায়িকা ডলি সায়ন্তনী ফেসবুকে দারুণ সরব।  ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এসব তথ্য জানান এই গায়িকা।

বিস্তারিত জানিয়ে ডলি সায়ন্তনী লেখেন, ‘আমি এই পর্যন্ত ৯0 হাজার ৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজ দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টাপাল্টা মেসেজ করেন তো ব্লক খাবেন।

ডলি সায়ন্তনী এ পোস্ট দেওয়ার পর তাকে সমর্থন জানিয়ে ১২ শ মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে মন্তব্য করে প্রিয় গায়িকাকে তাদের ভালো লাগার কথাও প্রকাশ করেছেন। কোনো কোনো ভক্তের প্রশ্নের জবাবও দিয়েছেন এই শিল্পী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top