সকল মেনু

জাপার কর্মসূচি স্থগিত, ছাত্র-জনতার জমা‌য়েত টিএস‌সি‌তে

রাজধানীর কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর পু‌লি‌শি নি‌ষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে শ‌নিবা‌রের (২ নভেম্বর) সব কর্মসূচি স্থ‌গিত ক‌রে‌ছে জাতীয় পা‌র্টি (জাপা)। ত‌বে, প্রতি‌রোধ কর্মসূচি পালনে অনড় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা তাদের সমা‌বেশের স্থান পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস‌সি‌তে নতুন ক‌রে কর্মসূচি পালনের ঘোষণা দি‌য়ে‌ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (১ অক্টোবর) রা‌তে জাতীয় পা‌র্টির প্রেস উইংয়ের এক বিজ্ঞ‌প্তি‌তে দলীয় কর্মসূচি স্থ‌গিত করার কথা জা‌না‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারার ক্ষমতাবলে পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

অন‌্যদিকে, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা জানিয়েছে, পু‌লি‌শি নি‌ষেধাজ্ঞা মে‌নে কাকরাই‌ল এলাকায় কো‌নো কর্মসূচি পালন কর‌া হবে না। ত‌বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা ১১টায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার জমায়েত হ‌বে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top