সকল মেনু

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮৪

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উত্তর গাজার আবাসিক ভবনে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে ‌‘নিষ্ঠুর গণহত্যা’ হিসাবে বর্ণনা করা হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং দূরপাল্লার বোমারু বিমানসহ আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top