সকল মেনু

শোরুম উদ্বোধন করতে গিয়ে ‘বাধার’ মুখে মেহজাবীন,যা বললেন তিনি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের এলাকা চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে ‘বাধার’ মুখে পড়লেন।

গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আরএস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। কিন্তু বাধার মুখে তাকে ঢাকায় ফিরে আসতে হলো।

এ বিষয়ে এবার মেহজাবীন নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে, নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না।

মেহজাবীন আরও লেখেন, আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।

এর আগে শনিবার সকাল থেকেই ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে হুঁশিয়ারি সম্বলিত একটি লিফলেট রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন ব্যবসায়ী নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করছিলেন। সেখানে লেখা ছিল, ‘নতুন রেলস্টেশনের বিপরীতে খুকি লাইফস্টাইল নামের একটি শোরুমের উদ্বোধন চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, শনিবার দুপুরে রিয়াজউদ্দিন বাজারে একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনের শিডিউল নির্ধারিত ছিল। ‘খুকি লাইফস্টাইল’ শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুরক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কিন্তু পরিস্থিত প্রতিকুল হওয়ার কারণে মেহজাবিনকে ছাড়াই শোরুমটি উদ্বোধন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top