রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) ভাষানটেক ও কাফরুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গ্রেফতারকৃতরা হলেন, আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল। এতে বলা হয়, গতকাল শনিবার ভাষানটেক ও কাফরুল অভিযান চালিয়ে প্রথমে তাদেরকে আটক করে সেনাবাহিনী। পরে জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়া, দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।