সকল মেনু

কিভাবে হবেন একজন প্রফেশনাল বক্সার (পার্ট-২)

পেশাদার যুগে অনেক আগেই ঢুকেছে বাংলাদেশের বক্সিং। দেশের বক্সারদের আন্তর্জাতিক মঞ্চে জায়গাও হয়েছে অনেক আগে। বক্সিংকে পেশা হিসেবে বেছে নেয়ার সুযোগও তৈরি করে দিয়েছে ‘বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন’। তাই দিন দিন বেড়ে চলেছে বক্সারের সংখ্যা। তবে জানা উচিৎ, এই পেশায় আসতে হলে কিংবা একজন প্রফেশনাল বক্সার হতে হলে আপনাকে কি কি মেনে চলা উচিৎ, কিংবা কি করা উচিৎ। প্রফেশনাল বক্সার নিয়ে সময়কন্ঠ-এ এর আগে একটি প্রতিবেদন ছাপা হয়েছিলো। এবার থাকছে এর দ্বিতীয় পার্ট-

এই পর্যায়ে আরও বেশি ফিট হওয়ার চেষ্টা করুন-
আপনি সত্যিই, সত্যিই অনেক প্রতিভাবান বক্সারদের মুখোমুখি হতে চলেছেন। আপনি হয়ত মনে করছেন যে আপনি এখন যথেষ্ট ফিট, কিন্তু আপনি অবাক হবেন যে আপনার শরীর আরও কত বেশি ফিটনেস ডেভেলপ করতে পারে, বিশেষ করে এন্ডুরেন্স এর ক্ষেত্রে। এই লেভেল এ এসে আপনার নিম্নক্ত ওয়ার্ক আউট গুলোতে সক্ষম হওয়া উচিত-
৩-৫ মাইল (৪.৮-৮.০ কিমি) দৌড়ানোর পরেও খুব বেশি ক্লান্ত না হওয়া ।
৩০ মিনিটের টানা স্কিপিং করতে পারা।
১৫ মিনিট কন্টিনিউ হেভি ব্যাগ ওয়ার্ক আউট করা।
যেকোন বক্সিং জিম বা ক্লাব এর যেকোন এম্যাচার বক্সার এর সাথে স্পেয়ারিং ফাইট করতে পারা।
৩ রাউন্ড এর বক্সিং ম্যাচ এর জন্য ৬ রাউন্ডের বা প্রয়োজনীয় রাউন্ড এর তুলনায় দ্বিগুণ রাউন্ড এর স্প্যারিং ফাইট করতে সক্ষম হতে হবে।


এই সময়ে এসে প্রফেশনাল বক্সিং ক্যারিয়ার শুরু করার জন্য একজন প্রফেশনাল বক্সিং ম্যানেজার খুঁজুন। প্রফেশনাল বক্সিং ম্যানেজারের সাথে বক্সিং ম্যাচমেকারদের যোগাযোগ থাকে যারা আপনাকে বিভিন্ন বক্সিং ইভেন্ট এ অংশগ্রহন এর জন্য আপনার প্রতিপক্ষ বাছাইকরে ফাইট এর সাথে সেট আপ করবে। আপনি এখন অর্থ উপার্জন শুরু করবেন, তবে মনে রাখবেন যে আপনার উপার্জনের কমপক্ষে ২০% ম্যানেজার এবং ম্যাচমেকারের কাছে যাবে।এই বিষয়টি খুবই যুক্তি সংগত- কারন তারাই আপনার ক্যারিয়ার গড়তে এবং খ্যাতি বাড়াতে কাজ করছে।
এই লেভেল এ আসার পথে, আপনি সম্ভবত বক্সিং কমিউনিটির ভিতরে ভালভাবে ঢুকে পরেছেন। আপনি জানতে পারবেন কোন ম্যানাজার আপনার এলাকায় আছে এবং কোনটি বৈধ। আপনার যদি প্রতিভা থাকে এবং আপনি তা দেখাতে পারেন তাহলে সম্ভবত অনেক ম্যানেজার আপনাকে তাদের কন্ট্রাক্টে নিয়ে যেতে চাইবে।কোন ম্যানেজার এর সাথে কন্ট্রাক্টে যাওয়ার আগে নিশ্চিত হন যে উনি এমন একজন ব্যক্তি যার সাথে আপনি ভালো ভাবে পরিচিত এবং যাকে আপনি বিশ্বাস করতে পারেন।

আপনার রেগুলার জব এখনও ছাড়বেন না-

বিশ্বের সবচেয়ে বড় বক্সাররা লাক্সারি লাইফ স্টাইল যাপন করে, স্পোর্টস কার চালায় এবং বছরে মাত্র কয়েকটি ফাইট করে কারন তাদের বক্সিং থেকে আয় অনেক অনেক বেশি। এরপরে বক্সারদের একটি মধ্যম স্তর রয়েছে যারা বক্সিং এর পাশাপাশি হয়ত টিভিতে কিছু এয়ারটাইম শো করতে পারে বা বিজ্ঞাপনে অংশগ্রহণ করতে পারে এবং কয়েক হাজার ডলার দ্রুত উপার্জন করতে পারে কারন তাদের ইতিমদ্ধে মোটামটি ভালো খ্যাতি হয়েছে । কিন্তু তারপর বাকি সবাই আছে যারা এখনো ক্যারিয়ার এর প্রাথমিক পর্যায়ে আছে।ক্যারিয়ার এর প্রাথমিক পর্যায়ে আপনি অনেক বেশি আয় করতে পারবেন না, তাই আপাতত আপনার রেগুলার জব রাখুন।

বক্সিং ক্যারিয়ার অনেকটা ফিল্ম ক্যারিয়ার এর মত –

আপনি বুঝতে পারবেন না যে কতজন মানুষ এখানে ক্যারিয়ার বড় করার জন্য সংগ্রাম করছে। এবং মনে রাখবেন যে আপনার আয়ের ৫০% পর্যন্ত আপনার ব্যাবস্থপনার লোকেদের কাছে যাচ্ছে, যেমন আপনার প্রোমোটার, ম্যানেজার, ম্যাচমেকার বা ট্রেইনার।বক্সিং এর পাশাপাশি অন্তত একটি পার্টটাইম জব থাকার মাধ্যমে আপনার আয় সচল রাখুন।


প্রফেশনাল বক্সিং লাইসেন্স করে নিন-
আপনাকে একটি পেশাদার বক্সিং অ্যাসোসিয়েশনে (ওইঋ, ডইঈ, ডইঙ,ডইঅ বা ইচইঝ) যোগদান করতে হবে এবং আপনি যে বক্সিং কমিশনের সাথে সম্পৃক্ত থেকে বক্সিং করবেন তার থেকে একটি বক্সিং লাইসেন্স পেতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি রাজ্যের পর্যায়ে করা হয়। প্রতিটি রাজ্যের লাইসেন্স করার জন্য বিভিন্ন রকম ডকুমেন্ট প্রসেস এর প্রয়োজন হয়,যেমন অপেশাদার বক্সার হিসাবে আপনার অভিজ্ঞতা আছে কিনা থেকে শুরু করে আপনার একজন ম্যানেজার আছে কিনা এই বিষয় গুলোর উপর নির্ভর করে যে আপনি লাইসেন্স করতে পারবেন কিনা। কমপক্ষে, আপনার জন্মসনদপত্র এবং জাতিয় পরিচয় পত্র প্রস্তুত রাখুন – সর্বোপরি প্রচুর কাগজপত্র প্রসেস করে লাইসেন্স পেতে হবে।

পেশাদার বক্সিং ফাইট রেকর্ড এর মাধ্যমে আপনার র‌্যাঙ্কিং বৃদ্ধি করুন-
আপনি প্রাথমিক পর্যায় থেকে বক্সিং এর অভিজ্ঞতা নিয়ে তারপর একজন প্রফেশনাল ম্যানেজার এর অধিনে এসে একটি পেশাদার বক্সিং এসোসিয়েশন থেকে লাইসেন্স নেয়ার পর আপনার লক্ষ্য থাকতে হবে বেশি বেশি পেশাদার বক্সিং ম্যাচ খেলে বক্সরেক রেকর্ড অনুযায়ী বক্সার হিসেবে আপনার রাঙ্কিং উপরের দিকে নিয়ে যাওয়া। একজন পেশেদার বক্সার এর চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত একটি চ্যাম্পিয়নশিপ বেল্ট জেতা। আরও পরবর্তীতে যখন আপনি চ্যাম্পিয়নশিপ বেল্ট খেলা শুরু করবেন, আপনি যদি চারটি অ্যাসোসিয়েশনের মধ্যে তিনটিতে বেল্ট ধরে রাখতে পারেন তবে আপনাকে “সুপার চ্যাম্পিয়ন” হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে। চারটি বেল্ট ধরে রাখতে পারলে আপনাকে “আন ডিসপিউটেড চ্যাম্পিয়ন” হিসেবে গণ্য করা হবে।
এই পর্যায়ে আসার জন্য আঘাত, ইনজুরি এবং পরাজয় সহ্য করার পাশাপাশি অনেক সময় এবং পরিশ্রম লাগে। এই জন্য আপনার স্কিন দিগুন মোটা হতে হবে অর্থাৎ ধৈর্য এবং সহ্য ক্ষমতা অনেক বেশি থাকতে হবে।কারন বক্সিং শারিরিক ভাবে দুর্বল এবং মানসিক ভাবে দুর্বলদেরকে আগাছা হিসেবে উপড়ে ফেলে দেয়।

লেখক
ইউসুফ মোহাম্মদ
সিইও
এজ বক্সিং বাংলাদেশ।
প্রফেশনাল বক্সিং ট্রেইনার,
ম্যানেজার, প্রমটোর এবং মেন্টর।
ফোনঃ ০১৮৪৪৬৯২২২১

ইমেইল :  [email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top