সকল মেনু

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৫ সা‌লের হজযাত্রীদের জন্য দু‌টি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এক‌টি সাধারণ প্যাকেজ, অন্যটি বি‌শেষ প্যাকেজ। সাধারণ প্যাকেজে কোরবানি ছাড়া সর্ব‌নিম্ন খরচ ধরা হয়েছে মোট ৫ লাখ ২৩ হাজার টাকা। বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হ‌য়ে‌ছে, ৬ লাখ ৯৯ হাজার টাকা। যা গত বছ‌রের চে‌য়ে সাধারণ হজ প্যাকেজের ক্ষেত্রে  ৬৬ হাজার ৮০০ টাকা এবং বি‌শেষ পা‌কে‌জে মাত্র ৩০০ টাকা কম।

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সির মালিকদের পক্ষ থে‌কে ‘সাধারণ হজ এজেন্সি মালিকবৃন্দ’ না‌মে  দু‌টি হজ প্যাকেজ ঘোষণা করেন হাবের সদ্য সাবেক কমিটির সভাপতি ফারুক আহমেদ সরদার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হা‌বের সা‌বেক মহাস‌চিব ও এ‌জে‌ন্সি মা‌লিক‌দের নেতা ফরিদ আহমেদ মজুমদার, মাওলানা মাহবুবুল হক, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা ফজলুর রহমান, মুফতী মোস্তাফিজুর রহমান, মাওলানা হাফেজ নূর মোহাম্মদ, মোবারক উল্লাহ শিমুল, মাওলানা মতিউর রহমান, মেসবাহ উদ্দিন সাঈদ, গোলাম কবির, মোহাম্মদ জাফর উদ্দিন, মাওলানা ফজলে ইলাহী, মো. হানজালা, মো. এহছানুল হক প্রমুখ।

মূলত তারা হজ এ‌জে‌ন্সি মা‌লিক‌দের সংগঠন হজ এ‌জে‌ন্সিস এ‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশের (হাব) বিদায়ী নেতৃবৃন্দ ও বি‌ভিন্ন এ‌জে‌ন্সির মা‌লিক। এবার উক্ত সংগঠন নি‌য়ে বি‌রোধ দেখা দেওয়ায় বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের পক্ষ থে‌কে প্রশাসক নি‌য়োগ দেওয়া হয়। এ কার‌ণে হা‌বের ব্যানা‌রে তারা হজ প্যাকেজ ঘোষণা ক‌রেন‌নি ব‌লে জানা গে‌ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top