সকল মেনু

বিস্মিত বুলবুল

মাঠে বসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে দেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় ফেরার আগে দুবাইয়ে প্রথম ওয়ানডে দেখেন তিনি। কিন্তু বাংলাদেশের পারফরম্যান্সে রীতিমত হৃদয় ভেঙেছে তার। দলের ভরাডুবি কোনোভাবেই মানতে পারছেন না সাবেক এই ক্রিকেটার।

আফগানিস্তানের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করতে পারবে এমন বিশ্বাস ছিল তার। কিন্তু দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল এবং দুর্বল পরিকল্পনায় স্রেফ বিরক্ত বুলবুল। ব্যাটিংয়ে দলের কোনো পরিকল্পনা ছিল কিনা সেই প্রশ্নও তুলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলাম লিখেছেন, ‘ছয় বছর পর আজ শারজাহতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি।’

তিনি যোগ করেন, ‘সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল; শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি করতে পারব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top