সকল মেনু

অ্যারিজোনাতেও ট্রাম্পের জয়, সব সুইং স্টেট রিপাবলিকানদের দখলে

যুক্তরাষ্ট্রের শেষ সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনাতেও জয়ী হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের সবগুলোতেই জয় পেলেন। ফলে এখন পর্যন্ত ৩১২টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হয়েছেন ২২৬টিতে। খবর বিবিসির।

অ্যারিজোনায় ইলেকটোরাল কলেজের ভোট ১১টি। যদিও ওই অঙ্গরাজ্যের কলেজ ভোট নিশ্চিত হওয়ার আগেই ম্যাজিক ফিগার পার করতে সক্ষম হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট হতে প্রয়োজন ছিল ২৭০ ইলেকটোরাল ভোট। বেশিরভাগ অঙ্গরাজ্যই প্রতিটা নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে আসে। কিন্তু কিছু রাজ্য আছে সেখানে কখনও ডেমোক্র্যাট আবার কখনও রিপাবলিকানরা জয়ী হয়। আমেরিকার নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোকে বলা হয় ‘রেড স্টেট’ বা ‘লাল রাজ্য’ আর ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ‘ব্লু স্টেট’ বা ‘নীল রাজ্য’।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top